শিরোনাম

South east bank ad

পাংশায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

 প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :

রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। ২৭ জুলাই মঙ্গলবার মামলা দায়েরের পর আসামীদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, পাংশা উপজেলার পালের ডাঙ্গি গ্রামের মোসলেম মন্ডলের ছেলে আল আমিন মন্ডল ( ২৫ ) ও সরিষা গ্রামের সোবহান মোল্লার ছেলে শফিক মোল্লা ( ২৬ )।

পাংশা থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে পাংশা থানা পুলিশ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য দায়িত্ব পালন করছিল। এসময় গোপন তথ্যের ভিত্তিতে আলামিনের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসময়

তাঁর কাছে থাকা একটি ব্যাগে দেশী তৈরি ওয়ান শুট্যারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে আলামিনের দেওয়া তথ্য অনুযায়ি সরিষা বাজারের সাদিয়া এন্টার প্রাইজ নামে একটি দোকানের সামনে থেকে সোবাহানকে আটক করা হয়। সোবাহানের কাছ থেকে দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ ব্যপারে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এরা পেশাদার চাঁদাবাজ এদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজী ও দস্যুতা করার অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাদের মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: