ফুলবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আজ মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কামরুজ্জামান জামান, যুগ্ন আহ্বায়ক এনামুর রহমান রবি, স্বেচ্ছাসেবকলীগের এস.এম. মোকাদ্দেস (সুমন শাহ), জাহাঙ্গীর, সুজন রতন দে সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।