মাদারীপুরে আই.ই.বি-ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে পৌরসভাকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :
বিশ্বব্যাপী মহামারী করোনার ভয়াবহতা করোনায় আক্রান্ত মানুষের মাঝে আই.ই.বি ও ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে মাদারীপুর পৌরসভাকে ৫০টি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
আই.ই.বি ও ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে ৫০টি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৩ ঘটিকার সময় তাঁর নিজ বাসভবনে মাদারীপুর পৌর কর্তৃপক্ষের কাছে এই অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. আ: বারী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান লতিফ, প্রচার সম্পাদক মাসুদুর রহমান বাবু শরীফ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।