মুকসুদপুরে এলজিইডি’র সুবিধাভোগীদের মাঝে লভ্যাংশ বিতরণ
মেহের মামুন (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্রীপ কর্মসূচীর চুক্তিবদ্ধ শ্রমিক ( এলসিএস) কর্মীদের প্রকল্প ভুক্ত কর্মস্চীর লভ্যাংশ বিতরন করা হয়েছে। ১৪ জুলাই দুপুরে মুকসুদপুর উপজেলা প্রকৌশলির দপ্তরে আনুষ্ঠিক ভাবে এটা বিতরন করা হয়।
এলজিডি মুকসুদপুরের জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ানিং কনসালটেন্ট সুজন হোসেন এবং চুক্তিবদ্ধ শ্রমিকদের (এলসিএস) পরামর্শক দুলালউদ্দীন জানান উপজেলার ভাবড়াশুরে ২ টি এবং মহারাজপুরে ১ টি উন্নয়ন কাজ হয়। ওই কাজে নারীদের ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নে নারীদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী করার লক্ষ্যে বেশ কিছুদিন ধরে তারা ওইসক প্রকল্পে কর্মসংস্থান হয়। ৩ প্রকল্প শেষে উদবৃত্ত ৩ লাখ ৩৭ হাজার ৫শ টাকা লভ্যাংশ হিসেবে সকল কর্মীর মাঝে ভাগ করে দেয়া হয়।
টাকা বিতরনের সময় উপজেলা প্রকৌশলির সজল দত্ত প্রধান অতিথি হিসেবে ওই টাকা বিতরন করেন। এসময় মুকসুদপুর আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সদস্য কাজী ওহিদুল ইসলাম এবং চুক্তিবদ্ধ শ্রমিকদের (এলসিএস) পরামর্শক দুলালউদ্দীন, জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ানিং কনসালটেন্ট সুজন হোসেন উপস্থিত ছিলেন।