মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়া পয়েন্ট মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরেহী নিহত হয়েছে। নিহতের নাম সাগর মিয়া (২১)। তিনি ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়া পয়েন্ট মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর মিয়া নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করেছে। ফায়ার সার্ভিসকর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।