শিরোনাম

South east bank ad

সালথায় লকডাউ‌নের ৪র্থ দি‌নে লকডাউ‌ন কার্যকর করতে ৪ বা‌হিনীর যৌথ মহড়া

 প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন (সালথা, ফ‌রিদপুর):

ফরিদপুরের সালথায় লকডাউ‌নের ৪র্থ দি‌নে লকডাউ‌ন কার্যকর করতে পাশাপাশি মানুষকে সচেতন করতে ৪ বা‌হিনী যৌথ ভাবে কাজ করছে। বৈ‌শ্বিক মহামা‌রি (কোভিড-১৯) ক‌রোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘে‌াষিত ক‌ঠোর লকডাউন চল‌ছে।
র‌বিবার (৪ জুলাই) উপ‌জেলা প্রশাস‌নের সা‌থে চার বাহিনীর টহল লক্ষ‌্য করা যায়। এসময় উপ‌জেলা প্রশাস‌নের সা‌থে সেনাবাহিনী, বি‌জি‌বি, পু‌লিশ ও আনসার সদস‌্যরা উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় টহল দেয় পাশাপা‌শি সবাই‌কে ক‌রোনা সংক্রান্ত সকল স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চলা সহ মাস্ক পরার অভ‌্যাস করার কথা ব‌লেন।

এসময় অন‌্যান‌্যদের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার, সেনাবা‌হিনীর ক‌্যাপ‌টেন বিধান কৃষ্ণ মন্ডল, ফ‌রিদপু‌রের সি‌নিয়র পু‌লিশ সুপার (নগরকান্দা সা‌র্কেল) মোঃ সু‌মিনুর রহমান, ‌বি‌জি‌বির সু‌বেদার মোঃ মীর মা‌নিক হো‌সেন, সালথা থানা পু‌লি‌শের এসআই মোঃ জাফর আলী, আনছার বা‌হিনীর সদস‌্য পি‌সি মোঃ ইউনুস শেখ প্রমূখ।

সেনাবাহিনীর ক্যাপ্টেন বিধান কৃষ্ণ মন্ডল বলেন, লকডাউন বিধিনিষেধ কার্যকর করতে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে কাজ করছে। সরকারী বিধিনিষেধ কার্যকর করতে আমরা জনসাধারনকে সচেতন করছি। সবাইকে ঘরে থাকার আহব্বান জানাচ্ছি। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হবে না।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় প্রতিদিন জরিমানা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: