শিরোনাম

South east bank ad

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার পেলেন শুদ্ধাচার পুরস্কার

 প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ২০১৯-২০ অর্থ বছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নেত্র‌কোণা জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) মোঃ আল আ‌মিন হোসাইন। রোববার (০৪ জুলাই) ময়মন‌সিংহ রেঞ্জ অফিস থেকে আইজিপি ড. বেনজীর আহমেদের পক্ষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম এই শুদ্ধাচার পুরস্কার তুলে দেন। ২০১৯-২০ সালে নেত্র‌কোণা জেলা পুলিশে পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভালো আচরণ, নেতৃত্বসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পান।
উল্লেখ্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ইউনিটের ১-১০ গ্রেডের ৩৭ জন,১১-২০ গ্রেডের ৫১ এবং ইউনিট প্রধান হিসেবে ০৭ জনসহ মোট ৯৫ জন (তন্মধ্যে নারী ০৬ জন) কর্মকর্তা-কর্মচারীদের২০১৯-২০২০ অর্থ বছরের শুদ্ধচার পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: