শ্রেণীকরণ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই সভাপতির বৈঠক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে গতকাল বুধবার ৩০ জুন ২০২১ইং তারিখ তার কার্যালয়ে সাক্ষাৎ করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এ সময় ঋণ বিরূপ মানে শ্রেণীকরণ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে আলোচনা করেন এফবিসিসিআই সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, আমীন হেলালী এবং সাবেক পরিচালক মঞ্জুর আহমেদ।
এফবিসিসিআই সভাপতি বলেন, চলমান করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রমেও ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিশ্বজুড়ে বিধ্বস্ত অর্থনৈতিক কার্যক্রমের অনিশ্চিত পুনরুদ্ধারের পটভূমিতে ঋণগ্রহীতারা ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করার সক্ষমতা হারাচ্ছেন। অধিকাংশ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সচল রাখতে হিমশিম খাচ্ছেন এবং ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে পারছেন না।