রাজবাড়ীতে দেয়াল ধসে শ্রমীকের মৃত্যু: বাড়ির মালিকের অবহেলায় এমন ঘটনা দাবি এলাকাবাসীর
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
রাজবাড়ীতে ইটের দেয়াল ধসে চাপা পড়ে রোকন শেখ (৪৫) নামের এক শ্রমীকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা শহরের ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন ওই এলাকার মৃত আমজাদ শেখের ছেলে।
নিহত রোকন বিবাহিত জীবনে এক কন্যা সন্তানের জনক।
বিশাল নামে স্থানীয় এলাকাবাসী জানান, সকাল থেকে মিজান মিজান নামে একজনের বাড়ির পাশ থেকে কয়েকজন শ্রমিক বালু নিয়ে আরেক স্থানে ফেলছে। বেলা ৩টার দিকে হঠাৎ বাড়ির দেয়াল ধসে পড়লে রোকন নামে একজন শ্রমিক দেয়ালের নিচে চাপা পরে। পরে স্থানীয় এলাকাবাসীর দেয়াল ভেঙ্গে তাকে বের করে হাসপাতালে নিযে যাওযার পথেই তার মৃত্যু হয়। মিজানের যে বাড়ি করেছে তিনি ৮/৯বছর আগে বেজ নাকরেই বাড়ির বাউন্ডারি দেওয়াল নির্মাণ করেছেন কিন্তু দেওয়ালের পাশে কোন সাপট ছিল না।এছাড়াও তিনি পৌর সভার কোন আইন না মেনেই বাড়ি করেছেন। আসে পাশে এক ইঞ্চিও জমি ছাড়েনি। এই দুর্ঘটনার জন্য মিজানই দায়ী বলে মনে করেন এলাকাবাসী।
প্রতিবেসি রফিক জানান, আনুমানিক ৩টার দিকে ৪জন লেবার কাজ করছিল ৩জন মাথায় করে বালি নিয়ে যাচ্ছিল আর রোকন হলো হামু দিয়ে বস্তায় ভরে দিচ্ছিল এমন সময় সময় দেওয়ালটা ধসে তার উপরে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। এছাড়াও এলাকার একাধীক এলাকাবাসী বলেন এই বাড়ির মালিক জজকোটে চাকরি করে সে কারনেই তিনি এলাকার কোন মানুষকে মানুষই মনে করে না। আমরা কতবার তাকে বলেছি যে তার এই বাউন্ডারির অবস্থা ভালো না যে কোন সময় ভেঙে যেতে পারে তিনি আমাদের কথার কোন দামই দেননি উল্টা আমাদের অপমান জনক কথা বলেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহাদত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ। যে হেতু দেয়াল ধসে মারা গেছেন শ্রমিক, এটা একটি দুর্ঘটনা। তবে যদি বাড়ির মালিকের কোন গাফেলতি থাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন লাশের সুরুত হাল রিপোর্ট করা হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হবে।