শিরোনাম

South east bank ad

মৌলভীবাজারে করোনা জয়ী’র সংখ্যা আড়াইহাজার!

 প্রকাশ: ২২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

তানভীর আঞ্জুম আরিফ (মৌলভীবাজার):

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪১ জন। ফলে জেলায় করোনা জয়ীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে।
একদিনে সুস্থ হওয়া ৪১ জনের মধ্যে ২০ জন কুলাউড়ার, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১০ জন, জুড়ীর ১০ জন এবং শ্রীমঙ্গলে একজন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৫ জনে।

গত সোমবার (২১ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে ১৬ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ।

নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে ১১ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের, শ্রীমঙ্গলের তিনজন, জুড়ীতে একজন এবং কুলাউড়ায় একজন রয়েছেন। ফলে জেলায় করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭৪২ জনে।

এছাড়া জেলায় এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। এদের মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২ এবং সদর হাসপাতালের ১৮ জন রয়েছেন।

জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২০১ জন। যাদের মধ্যে হাসপাতালে ৬ জন এবং বাড়িতে ১৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: