শিরোনাম

South east bank ad

আমরা কেউ কারো প্রতিযোগী নই বরং সহযোগী: সাতক্ষীরার সিনিয়ার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

 প্রকাশ: ১৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এমএ জামান সাতক্ষীরা :

সাতক্ষীরার সিনিয়ার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, আমরা কেউ কারো প্রতিযোগী নই বরং সহযোগী। আমরা যে যেখানেই আছি সেটিই আমাদের জন্মস্থান মনে করে কাজ করতে হবে। জীবনে যদি ভালো কিছু করতে পারি, তা জন্মস্থানের জন্যই করে যাব। দেশের প্রতি আমাদের ঋণ আছে, সর্বদা সেই বিষয়টি মনে রেখে আমাদের চারপাশে আলো ছড়াতে হবে এবং ঋণ শোধ করতে হবে। তিনি আরও বলেন, বিদায় মানে সব ভূলে যাওয়া নয় বরং বিদায় মানে হলো অতীত স্মৃতি মনে রেখে বেঁচে থাকা শুরু। মূলত জীবন খুব ছোট, আর যারা জনগনের সেবক, চাকরি জীবনে একেকটা কর্মস্থলে তাঁদের যাপিত জীবন আরও ছোট। শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথেই তা মিলিয়ে যায়। জীবন বড় মায়াময়, এই মায়ার বাঁধন ছিন্ন করে কর্মস্থল ত্যাগ করে যাওয়ার মুহূর্তগুলো ভীষণ কষ্টকর।

বৃহস্পতিবার বেলা ৩টায় জেলা জজ শীপের সম্মেলন কক্ষে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের বিদায় উপলক্ষে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানে বিদায়ী অতিথি এসএম মোস্তফা কামাল ছাড়াও উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আযম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নুরুল ইসলামসহ সাতক্ষীরার বিচারকবৃন্দ, প্রশাসন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বিদায়ী অতিথিকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সম্মাননা স্মারক তুলে দেন। একই সাথে বিদায়ী অতিথি এসএম মোস্তফা কামাল সিনিয়র জেলা ও দায়রা জজ এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আযম, যুগ্ম জেলা ও দায়রা জজ মো: ফারুক ইকবল এবং অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জিয়ারুল ইসলাম। বিদায়ী অতিথির উদ্দেশ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ এর কবিতা “বিদায়, শুভ বিদায়” আবৃত্তি করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার। বিদায়ী অতিথি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তার বক্তব্যে চমৎকার বিদায় সংবর্ধনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সাতক্ষীরায় তাঁর আড়াই বছরের অধিক সময়ের পথচলায় বিচার বিভাগ, সাতক্ষীরার সৌহর্দ্যপূর্ণ সহযোগিতার বিষয়ে তুলে ধরে সাতক্ষীরার বিচার বিভাগের প্রধান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর মানবিকতা ও উদরতার বিষয়ে উল্লেখ করে বলেন, “দুই আদালতের মধ্যকার রাস্তার ক্ষেত্রে জেলা জজ এর সক্রিয়তা ও আন্তরিকতায় আমি মুগ্ধ। আমি তাঁর তৎপরতায় চেষ্টা করেছি সর্বোচ্চ সাড়া দিতে।” সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: