সড়ক দুর্ঘটনায় নিহত চালকের স্মরণে এনআরবিসি ব্যাংকে দোয়ার আয়োজন
সম্প্রতি গোপালগঞ্জের কাশিয়ানিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এনআরবিসি ব্যাংকের চালক জাফর হোসেন। আজ জাফর হোসেনের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ ৬ জুন, ২০২১, রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া’র সভাপতিত্বে যোগ দেন চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন পরিচালক লকিয়ত উল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ,কোম্পানী সেক্রেটারী মো.মোজাম্মেল হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। ভার্চুয়াল এই প্লাটফর্মে প্রধান কার্যালয়সহ সারাদেশের শাখা, উপশাখার কর্মীবৃন্দ যুক্ত থেকে সহকর্মী জাফর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় নিহত জাফর হোসেনের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।