শিরোনাম

South east bank ad

শিশু নাহিদের পাশে এসপি বিপ্লব কুমার সরকার

 প্রকাশ: ২৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

"জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান" বাইরে থেকে দেখলে মনে হয় কি সুন্দর লাল ইটের অট্টালিকা! কিন্তু ভেতরের চিত্র ঠিক তার বিপরীত। এখানে বাতাসে স্যাভলন আর ব্লিচিং পাউডারের গন্ধ,আছে ব্যাথা আর যন্ত্রণাভরা করুণ আর্তনাদ।

এই হাসপাতালেরই একটি বেডে ঠাঁই মিলেছে নাহিদের। দুপুরের ড্রেসিং এর সময় এই ছোট্ট শিশুটির চিৎকার আর কান্নায় বাতাসটাও যেন ভারী হয়ে গিয়েছিল। কেঁদে কেঁদে বলছিল "আর দৌড়াব না,আর মেশিনের কাছে যাব না;বাড়ি যাব মা।"

আমরা জানিনা নাহিদ কবে বাড়ি ফিরবে। তবে আমরাও চাই নাহিদ খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাক,হেসে-খেলে বড় হয়ে উঠুক আর দশটা সুস্থ্য শিশুর মতোই।

এদিকে নাহিদের বাবা-মা ও মামার সাথে, রংপুর জেলা পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার স্যারের নির্দেশে ২৪ ঘন্টাই নাহিদের টেক কেয়ার করছেন বাংলাদেশ পুলিশে কর্মরত টি.এস.আই জামান সাহেব এবং কনস্টেবল রসিদ সাহেব। নাহিদের জন্য কখন কোন ওষুধ লাগবে, কোন টেস্ট করাতে হবে, তাকে কখন কি খেতে দিতে হবে কিংবা নাহিদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কি না সে বিষয়ে কড়া নজরদারি রাখছেন তারা। আমরা এসপি বিপ্লব কুমার সরকারের প্রতি জানাচ্ছি বিশেষ কৃতজ্ঞতা।

লেখাঃ ফারিজা আশা, পঙ্গু হাসপাতালে শিশু নাহিদকে দেখতে যাওয়া দর্শনার্থী ও ভলান্টিয়ার, উই ফর দেম।

এভাবেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হাজারও নাহিদ, মাইশা, ফেলানি, মহিতনদের জীবনের পাশে দাড়িয়ে মানবতার জয়গান গেয়ে যাচ্ছেন রংপুরের মানবিক পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: