শিরোনাম

South east bank ad

পাবনা শহরে যুবক খুন

 প্রকাশ: ২০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রনি ইমরান (পাবনা):

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম রনি সেখ সে শহরের নারায়নপুর মহল্লার জালাল উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত নাছিম আহম্মেদ জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে রাধানগর ডিগ্রি কলেজ বটতলায় পুর্ব বিরোধের জেরে কয়েক যুবক রনি সেখকে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

তিনি আরোও জানান, এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে রনির সাথে স্থানয়ী মিরাজুলের বিরোধ চলছিল। এরই এক পর্যায় বৃহস্পতিবার বিকেলে মিরাজুলের নেতৃত্বে ২টি মটর সাইকেল যোগে ৬ যুবক রাধানগর ড্রিগ্রি কলেজ বটতলায় এসে একটি দোকানে বসে থাকাবস্থায় রনিকে ঘিরে ধরে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় পাবনা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, এলাকার পরিস্থিতি পুলিসের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: