শিরোনাম

South east bank ad

ফিলিস্তিনিদের উপর ইজরায়িলের হামালার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

 প্রকাশ: ১৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির (মুন্সীগঞ্জ):

আজ ১৮ মে (মঙ্গলবার) দুপুর সাড়ে বারোটায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনিদের উপর ইজরায়িলের সন্ত্রাসী হামালার প্রতিবাদে "Save Palestine, Save Humanity" এ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে প্রতিভাবান সংগঠন।

রোজার মাসে তারাবীহ নামাজ রত অবস্থায় নিরীহ মুসুল্লিদের উপরে ইজরায়িল সন্ত্রাসী হামলা চালায়। পরবর্তীতে ফিলিস্তিনিদের উপরে বরবর একের পর এক হামলা অব্যহত রাখে৷ এখন পর্যন্ত ১৮৬ ফিলিস্তিনি নিহত হন এবং আরো অনেকেই আহত হন। ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিভাবান সংগঠন পাশে থাকার একত্বতা প্রকাশ করেন।

মানববন্ধনে মুন্সীগঞ্জ কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ এর জেলা সভাপতি শ.ম কামাল হোসেন প্রতিভাবান সংগঠনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ইজরায়িল একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। সকলকে আন্তর্জাতিকভাবে নিরহ ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য উদার্থ আহ্বান জানান।

জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ ই-হাসান তুহিন জাতিসংঘের মাধ্যমে এই সন্ত্রাসী হামলার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠমের সভাপতি সুমন মিয়া, সহ সভাপতি শাকিল আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ ফরিদ পলক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মাহীম, সহ ক্রীড়া সম্পাদক মোঃ রাকিব, শিক্ষা বিষয়ক উপদেষ্টা এস.এম. ফাহীম ইসলাম, কার্যকারি সদস্য মাহাবুব, সাধারণ সদস্য মোঃ মুন্না হাসান, সিয়াম, মেহেদী, শামীম, তৌফিক, নাজমুল, তানভীর কামাল, সৈরভ, মুক্তার হোসেন প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: