মুকসুদপুরে ১০ জন মাস্কবিহীন মানুষের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ
মেহের মামুন (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে মাস্কবিহীন চলাফেরা করায় ১০ জন মাস্কবিহীন মানুষের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে ভ্রাম্যমান আদালত। মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইলে কোর্ট পরিচালনা করা হয়। এসময় প্রত্যেককে ১’শ টাকা করে জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে উপজেলা শহরের হাসপাতাল রোড়, এসজে হাই স্কুল রোড, কাঠপট্টি, চৌরঙ্গি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি আসমত হোসেন। এসময় মাস্কবিহীন ভাবে চলাচলকারীর ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তাদের নাম ঠিকানা রেখে ছেড়ে দেয়া হয়।
সহকারি কমিশনার ভূমি আসমত হোসেন জানান, বর্মতানে অনেকেই মাস্ক না পরে ও স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছে। এতে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এমন ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের কারো শরীরে করোনা শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাস্ক বিহীন মানুষের করোনা পরীক্ষার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।