শিরোনাম

South east bank ad

সুজুকি ভিটারা ব্রেজা আনল উত্তরা মোটরস

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুজুকি ভিটারা ব্রেজা আনল উত্তরা মোটরস

গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস লিমিটেড উইকেড এসইউভি সুজুকি ভিটারা ব্রেজা ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে বাজারজাত শুরু করেছে।

নতুন ভিটারা ব্রেজা আকর্ষণীয় এবং বোল্ড লুকে নতুন ফিচার আর প্রিমিয়াম ইন্টেরিয়র নিয়ে বাজারে এসেছে। স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ও উন্নত স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সঙ্গে শক্তিশালী ১৫০০ সিসির কে সিরিজ পেট্রোল ইঞ্জিন সজ্জিত ভিটারা ব্রেজায় রয়েছে গ্রাহকের জন্য অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য।

উত্তরা মোটরস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড রহমান ও হেড অব বিজিনেস প্ল্যানিং নাঈমূর রহমান ভার্চুয়াল প্ল্যাটফরমে এটির উদ্বোধন করেন। নতুন ভিটারা ব্রেজার দুটি পৃথক ভেরিয়েন্ট রয়েছে-সিঙ্গেল টোন ভেরিয়েন্ট ও ডুয়েল টোন ভেরিয়েন্ট।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: