বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়নে ইউ.পি পরিদর্শনে ইউএনও আক্তারুজ্জামান

ত্রিশাল প্রতিনিধি
বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন এর লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
সোমবার ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ ও ২নং বৈলর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন এর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
এ সময় ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান শাহেনসাহ, ত্রিশাল ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে নিয়মিত পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।