ত্রিশালে আ.লীগের নবগঠিত কমিটির বর্ধিত সভা

ত্রিশাল প্রতিনিধি
দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটির প্রথম বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। বিমেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমাযুন কবির আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল প্রমূখ।
এছাড়াও বর্ধিত সভায় ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন ও বর্ধিত সভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা গিয়েছে।