ত্রিশালে আ.লীগের নতুন নেতৃত্ব: সভাপতি কালাম ও সম্পাদক ইকবাল নির্বাচিত

ত্রিশাল প্রতিনিধি
দীর্ঘ ১৯ বছর পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সম্মেলন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল কালাম শামছুদ্দিন ও সাধারন সম্পাদক পদে ইকবাল হোসেনের নাম ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহের সার্কিট হাউজে এ কমিটি ঘোষনা করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রথম অধিবেশন স্থানীয় সরকারী নজরুল একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম ছৌধুরী নাদেল।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আড়েং, স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন, সদস্য এডভোকেট জিয়াউল হক সবুজ প্রমূখ।
পরে সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনের জন্য ময়মনসিংহে সার্কিট হাউজে যাওয়ার জন্য বলা হয়। প্রার্থীদের সাথে দীর্ঘ আলোচনার পর রাতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে আবুল কালাম শামছুদ্দিন ও সাধারন সম্পাদক হিসেবে ইকবাল হোসেনের নাম ঘোষনা করেন।