ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

জাকির হোসেন, (ফরিদপুর):
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২২ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১৪ মার্চ) আইনজীবী সমিতি ভবনের নিচতলায় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিজয়ীরা হলেন, সভাপতি এ্যাড.আব্দুল কাদের মিয়া (আ.লীগ.) সহ-সভাপতি এ্যাড. মো: আব্দুস সাত্তার (বিএনপি) ও এ্যাড.শামসুন নাহার (বিএনপি)।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন- এ্যাড. মানিক মজুমদার (স্বতন্ত্র), সহ-সাধারণ সম্পাদক-এ্যাড. মো: শাহজাহান মোল্লা (আ.লীগ) অর্থ সম্পাদক- এ্যাড. এয়ার আলী (বিএনপি) সম্পাদক অডিট-এ্যাড. মো: রেজাউল হোসাইন (বিএনপি) তথ্যপ্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্পাদক-এ্যাড. মুহাম্মদ ইনজামামুল হক মিঠু (আ.লীগ), প্রচার প্রকাশনা ও গ্রন্থগার সম্পাদক এ্যাড.মোহাম্মদ আসাদুজ্জামান (আ.লীগ), ক্রীড়া সংস্কৃতিক আপ্যায়ন সম্পাদক-এ্যাড.মোহাম্মদ আলী জোহান (আ.লীগ)।
কার্যনির্বাহী সদস্য- পদে বিজয়ী হয়েছেন এ্যাড.সিরাজুল ইসলাম (বিএনপি), এ্যাড.আনোয়ার হোসেন (আ.লীগ), মো: মোস্তফা জামান উজ্জ্বল (আ.লীগ), এ এইচ এম ইসহাক (বিএনপি), এ্যাড.আজিজুল রহমান (বিএনপি)।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট দীনেশ চন্দ্র দাস। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩১৩ জন ভোটারের মধ্যে ৩০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।