জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে প্রশাসন ও নগর উন্নয়ন কমিটি সভা

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ হলে বর্তমানে উদ্ভুদ পরিস্থিতি অনেকটাই কমে যাবে। ফলে সরকারের সুবিধাভোগিদের চিহ্নিত করা সম্ভব হবে। অধিক সংখ্যক অসহায়দের সুবিধার আওতায় আনা সহজ হবে।
তাই জিও এনজিও সবাই মিলে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে একযোগে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম।
আজ (১৪ মার্চ) সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়া এপি’র সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সাথে গ্রাম ও নগর উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এ আহ্বান জানান।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তার পাশাপাশি বাল্যবিবাহ ও অন্যান্য সেবা গ্রহনের যোগসূত্র তুলে ধরেন তিনি। গ্রাম উন্নয়ন কমিটিকে স্থানীয় সরকারের সাথে আরো বেশি সম্পৃক্ত হয়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণের পরামর্শ প্রদান করেন।
গ্রাম উন্নয়ন কমিটিকে নিজ নিজ এলাকার উন্নয়ন কার্যক্রমে স্বপ্রনোদিত উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ৫৮ টি গ্রাম/ নগর উন্নয়ন কমিটির মোট ১১৬ জন সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার জেমস বিশ্বাস, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম/নগর উন্নয়ন কমিটির উপজেলা পর্যায়ের সভাপতি মো. হযরত আলী।