শিরোনাম

South east bank ad

মাজারের গানের আসরে দ্বন্দ্ব, পথে ছুরিকাঘাতে কিশোর খুন

 প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মাজারের গানের আসরে দ্বন্দ্ব, পথে ছুরিকাঘাতে কিশোর খুন

শামছুজ্জামান বাবুল, (ময়মনসিংহ)

ময়মনসিংহের নান্দাইলে একটি মাজারের ওরসে গানের আসরে বসার জায়গা নিয়ে ঝগড়া, বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে সজিব মিয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছে।

গতকাল (১৩ মার্চ) রবিবার দিবাগত রাত পনে ১টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ এ ঘটনায় দুই জনকে আটক করেছেন।

জানা যায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে সজিব মিয়া ওই এলাকায় উপস্থিত শাহ গুরুন বুড়াপীর (রঃ) মাজারে ওরসে একটি কাফেলায় গান শুনতে যায়। সেখানে বসার জায়গা নিয়ে সজিবের পাশে থাকা দু'পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে ধস্তাধস্তি শুর করে দু'পক্ষই। পরে রাত পনে ১টার দিকে সজিব মিয়া বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষের এক কিশোর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ বলেন, দুই কিশোরের বাকবিতন্ডায় ঘটনাটি ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: