যাত্রাবাড়ী থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১৫

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০১ বোতল বিদেশী মদ ও ২০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেটকার জব্দ।
গত ৫ মার্চ আনুমানিক ১২টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ কবির হোসেন (১৯) ও ২। মোঃ আছোর আলী (২৩) বলে জানা যায়।
এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৫০০/- (পাঁচশত) টাকা জব্দ করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক ০৩:৪৫ ঘটিকায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শহিদ ফারুক সড়ক এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭,৬৪,০০০/- (সাত লক্ষ চৌষট্টি হাজার) টাকা মূল্যের ১০১ (একশত এক) বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আহাদুজ্জামান মিরাজ (২৮) ও ২। মোঃ মনির হোসেন (৩২) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।