South east bank ad

নারীর ক্ষমতায়নে সিটি ব্যাংক ও ইউএনএফপিএর চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

নারীর ক্ষমতায়নে সিটি ব্যাংক ও ইউএনএফপিএর চুক্তি স্বাক্ষর

নারী ও তরুণীদের ক্ষমতায়ন এবং তাদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে সিটি ব্যাংক ও ইউএনএফপিএ একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় 'কমলাফুল ফার্মেসি' নামের একটি উদ্যোগ চালু করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে তরুণীদের ফার্মেসি সহযোগী হিসেবে প্রশিক্ষণ দেয়া হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন আনুষ্ঠানিকভাবে এ অংশীদারিত্বে স্বাক্ষর করেন।

উদ্যোগটি ইউএনএফপিএর একটি সফল পাইলট প্রকল্পের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রকল্পটিতে দেখা গেছে, নারী ফার্মাসিস্টরা নারীদের কাছে সহজে গ্রহণযোগ্য এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে উন্নত পরামর্শ পৌঁছে দিতে সক্ষম। এ উদ্দেশে প্রকল্পটির সম্প্রসারণে সিটি ব্যাংক কাজ করছে, যা নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, সিটি ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব প্রমাণ করে যে বেসরকারি খাত নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, উদ্যোগটি কেবল তরুণীদের কর্মসংস্থানের প্রশিক্ষণ নয়, বরং তাদের মর্যাদা ও স্বনির্ভরতা অর্জনের পথও তৈরি করবে। এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গড়ার আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ এবং ব্র্যান্ড ও মার্কেটিং প্রধান শাহরিয়ার জামিল খান। এছাড়া ইউএনএফপিএর স্বাস্থ্য বিভাগের প্রধান বিভাবেন্দ্র সিং রাঘুবংশীসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: