সাফা লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন পারভীন মাহমুদ

চলতি বছর সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন পারভীন মাহমুদ এফসিএ। শ্রীলংকার সিটি অব ড্রিমসে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
পারভীন মাহমুদ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে পিকেএসএফে ডিএমডি ও গ্রামীণ টেলিকম ট্রাস্টে প্রতিষ্ঠাতা এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
পারভীন মাহমুদ একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের অংশীদার ছিলেন। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালের একজন প্রগ্রেসিভ মেলভিন জোন্স ফেলো।
পারভীন মাহমুদ দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী প্রেসিডেন্ট ও সাফার প্রথম নারী বোর্ড সদস্য। তিনি বর্তমানে মানুষের জন্য ফাউন্ডেশন, মাইডাস, হার স্টোরি ফাউন্ডেশন ও শাশা ডেনিমস পিএলসির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউসেপ বাংলাদেশ ও অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের চেয়ারপারসন ছিলেন।