এনআরবি ব্যাংকের আয়োজনে কুমিল্লায় ক্যাশলেস বাংলাদেশ কর্মসূচি

ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লায় সম্প্রতি ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, ক্যাম্পেইন ও রোডশোর আয়োজন করেছে এনআরবি ব্যাংক পিএলসি। দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আনোয়ার উদ্দিন। এ সময় এনআরবি ব্যাংকের ডিএমডি মো. শাহীন হাওলাদার, আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান ও বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের অতিরিক্ত পরিচালক পারভেজ আনজুম মনিরসহ জেলার ৪৫টি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।