যে কারণে স্ট্যাটাস দিয়ে বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিল ছাত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহ নগরীর বাণিজ্যিক এলাকায় স্বদেশী বাজার মোড়ে রাইট পয়েন্ট নামক বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে অর্ক প্রিয়া ধর শ্রীজা নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
গতকাল (১৩ মার্চ) রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ আগে সে তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাসে আত্মহত্যার কারণ উল্লেখ করে।
এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। হাজারো উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শ্রীজা ধর গবেষক, ছড়াকার ও ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক স্বপন ধরের কন্যা। সে সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
আত্মহত্যার কিছুক্ষণ পূর্বে সে ফেসবুক নিজের টাইমলাইনে একটি স্ট্যাটাসে পরিবারের সদস্যদের ওপর অভিমানের কথা উল্লেখ করে আত্মহত্যা করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা স্বপন ধরের কন্যা শ্রীজা ধর বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগরীর স্বদেশী বাজার এলাকার রাইট পয়েন্ট নামক বহুতল ভবনের ৬ তলায় আত্মীয়ের (খালা) বাসায় না গিয়ে ছাদে উঠে পড়ে।
সেখান থেকে দুপুর ২টার দিকে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। পুলিশ ছাদ থেকে তার একটি ব্যাগ জব্দ করে।
ওসি জানান, বাবা-মা ও ভাইয়ের প্রতি নানা অভিযোগ ও অভিমান থেকেই গত তিন বছর ধরে আত্মহত্যার পথ খুঁজছিল অর্ক প্রিয়া ধর শ্রীজা। গত দুদিন সে স্কুলেও যায়নি। শনিবার তার মায়ের সঙ্গে কিছু কথা কাটাকাটিও হয়।
শ্রীজার বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান, শ্রীজা একটু অভিমানী ছিল। রোববার স্কুলে না গিয়ে আত্মীয়ের (খালা) বাসার ছাদে উঠে আত্মহত্যা করে।
তিনি জানান, ফেসবুক স্ট্যাটাসটা কেউ দেখার আগেই শ্রীজা মৃত্যুর পথ বেছে নেয়। আগে জানলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতাম।