তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে উপহারসামগ্রী বিতরণ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল শনিবার (১২ মার্চ) বিকেলে ময়ময়নসিংহ জেলার সদর উপজেলার দক্ষিণ চর কালিকাবাড়ী নামক স্থানে আশ্রয়ণ প্রকল্প-২ এ বসবাসরত তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা মো: রহমাতুল মুনিম, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড।
উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।
সমগ্র আয়োজনটি ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ‘সেতু বন্ধন কল্যাণ সংঘ’।