শিরোনাম

South east bank ad

রোলিং চেয়ার ঘুরিয়ে নির্যাতন, প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা, তদন্ত কমিটি গঠন

 প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

রোলিং চেয়ার ঘুরিয়ে নির্যাতন, প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা, তদন্ত কমিটি গঠন

আব্দুল্লাহ আল ফাহাদ, (ময়মনসিংহ):

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এক ছাত্রকে নির্যাতন করার ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের রেশ না কাটতেই এবার সিনিয়র ছাত্রের দ্বারা র‌্যাগিংয়ের নামে নির্যাতনের শিকার হয়েছেন এক ব্যাচ জুনিয়র শিক্ষার্থী।

তার নাম সাগর চন্দ্র দে। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির অগ্নিবীণা হলের ২০৪ নং কক্ষে এ নির্যাতনের ঘটনা ঘটে বলে জানান আহত শিক্ষার্থী।

তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনার সুষ্ট তদন্ত ও বিচারের দাবীতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করেছে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীসহ সহপাঠিরা।

জানাযায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীনা হলের ২০৪ নম্বর কক্ষে ম্যানার শেখানোর নামে সঙ্গীত ভিবাগের ১ম বর্ষের এক শিক্ষার্থীকে রোলিং চেয়ারে ঘুরাতে থাকে একই রুমে থাকা চারুকলা বিভাগের সিনিয়র বড় ভাই সৌমিক জাহান। এসময় সাগর বারবার আপত্তি করলেও থামেনি নির্যাতন।

সিনিয়রদের নির্যাতনে সাগরের ঠুট ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে ও সামনের দুটি দাত ভেঙ্গে যায়। ঘটনাটির পর সাগর বন্ধুকে খবর দেয়ার জন্য মোবাইল চাইলে আপত্তি করে পরে সে জোড় করে সিনিয়রের কাছ থেকে মোবাইল নিয়ে এক বন্ধুকে এসএমএস করলে সেই বন্ধু এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নির্যাতনের শিকার ছাত্র সাগর চন্দ্র দে জানান, শনিবার বিকেলে ওই কক্ষে সাগরকে রোলিং চেয়ারে জোর করে বসিয়ে ঘোরাতে থাকে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক জাহান।

এসময় তাকে বারবার থামাতে বলছিলেন সাগর। কিন্তু তার কথায় কান না দিয়ে অনবরত চেয়ারটি জোরে ঘোরাতে থাকে। এক পর্যায়ে সেই চেয়ারটি উল্টে গিয়ে পড়ে যান সাগর। এতে মাথায়, নাকে-মুখে মারাত্মক আঘাত পান তিনি। এসময় দুটি দাত ভেঙ্গে গিয়ে রক্তক্ষরণ শুরু হয় তার। তবে এ অবস্থাতেও তাকে হাসপাতালে নিয়ে যাননি অভিযুক্ত শিক্ষার্থী। এমনকি ফোনও ছিনিয়ে নিয়ে আটকে রাখে সৌমিক।

ভুক্তভোগী সাগর বলেন, ঘটনার পর আমার মোবাইলটি বারবার চাইলেও আমাকে দিতে চায়নি। তবুও অনেক চেষ্টার পর মোবাইলটি নিয়ে এক বড় ভাইকে মেসেঞ্জারে একটি ছবি পাঠাই এবং তাড়াতাড়ি আসতে বলি।

তারপর ওই ভাই ৫ মিনিট পর এসে আমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাগরকে দেখতে হাসপাতালে ছুটে যান ওই হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ ইরফান আজিজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক তপন কুমার সরকার।

এ ঘটনার সুষ্ট তদন্ত ও বিচারের দাবীতে আন্দোলনে নামে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীসহ সাধারন শিক্ষার্থীরা। রবিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে তরা। এসময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে।

দুপুরের পর প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাসে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক তুহিন অবন্ত, ছাত্র উপদেষ্টা তপন কুমারসহ শিক্ষক নেতৃবৃন্ধ শিক্ষার্থীদের আন্দোলনের স্থগিতের অনুরোধ জানালে প্রশাসনিক ভবনের তালা খুলে দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠ বিচার না করবে আমরা এখানেই অবস্থান করবো। আর কোন রকম ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবো না। আর সকাল থেকেই কলা অনুষদের সকল ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। আর সাগর চন্দ্র এর সকল চিকিৎসার খরচ বিশ্ববিদ্যালয়ের বহন করতে হবে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হলটির প্রভোস্ট কল্যাণাংশু নাহা বলেন, শুরুতেই আমরা রোগীর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছি এবং পরে তার কাছে মূল ঘটনাটি শুনেছি। এ ঘটনাকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত প্রক্টর ইরফান আজিজকে আহবায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অগ্নিবীণা হল প্রশাসন। তদন্ত কমিটির সদস্যসচিব হীরক মুশফিক ও সদস্য মো. আলিম। আগামী ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্র উপদেষ্টা ড. তপন কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে বহিষ্কার করা যায় না, আইনগত ভাবে অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। আর তদন্ত কমিটি গঠন করা হয়েছে, খুব দ্রুতই তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: