মুকসুদপুর পুলিশের অভিযানে মাদকসহ ৪ আসামী গ্রেফতার

মেহের মামুন, ( গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানামূলে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার (১২ মার্চ) রাতে মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়ার নির্দেশনায় মুকসুদপুর থানার এস আই আযাদ ও এস আই আলমগীর কবির সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২০ পিচ ইয়াবাসহ বালিয়াকান্দি গ্রামের ইউনুস মোল্যার ছেলে মাদক ব্যবসায়ী ফয়সাল মোল্যা এবং ২০ পিচ ইয়াবাসহ গাড়লগাতী গ্রামের কালু সরদারের ছেলে মাদক ব্যবসায়ী কাদের সরদারকে গ্রেফতার করে।
এছাড়াও গ্রেফতারী পরোয়ানামূলে প্রসন্নপুর গ্রামের রোকন মিয়ার ছেলে কামরুল মিয়া এবং ছাগলছিড়া গ্রামের সিরাজুল খানের ছেলে আরিফ খানকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার (১৩ মার্চ) তাদের গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক ঘটনায় ৪০ পিচ ইয়বাসহ ২ মাদক ব্যবসায়ী এবং গ্রেফতারী পরোয়ানামূলে ০২ জন সহ মোট ০৪ জনকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।