দলিল লিখক সমিতির নির্বাচনে প্রার্থী যাচাই-বাচাইয়ে প্যানেল বাতিল

শামছুজ্জামান বাবুল, (নান্দাইল):
ময়মনসিহের নান্দাইল সাব রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা পর প্রার্থী যাচাই বাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওই নির্বাচনে মোজাম্মেল- এনামুল- সালাম পরিষদের ১৯ জন ও সিদ্দিক- রিয়াজ- রায়হান পরিষদের ১৪ জন মনোনয়ন পত্র জমা দেন।
গতকাল শনিবার (১২ মার্চ) দুপুরে প্রার্থী যাচাই বাচাই পর্ব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে অপরাপর এক প্রার্থী আরেক প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারী হওয়ায় সিদ্দিক- রিয়াজ- রায়হান পরিষদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আজহারুল ইসলাম খান সিদ্দিক। অপরদিকে মোজাম্মেল- এনামূল- সালাম পরিষদের ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার অনুষ্ঠানে বলেন, বর্তমান মনোনয়ন পত্র বাতিলকৃত প্যানেলের সভাপতি- সাধারণ সম্পাদক নান্দাইল এসআর অফিসের দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে সমিতির সদস্য কর্তৃক জমানোকৃত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আত্মসাৎকৃত অর্থের পরিমাণ- ৯৫ লক্ষ ২২ হাজার ২৭৯ টাকা বলে জানান তিনি।
উল্লেখ্য- আগামী ৩১ মার্চ নান্দাইল এসআর অফিসের দলিল লিখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মোট ভোটার সংখ্যা- ১০০ জন। গত ৭ মার্চ তফসিল ঘোষণা করা হয়। ৯ মার্চ মনোনয়ন বিক্রয় করা হয় এবং ১০ মার্চ দাখিলের পর ১২ মার্চ যাচাই বাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।