মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
দুর্যোগপূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন প্রতিরোধ ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি প্রশমনসহ সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে লক্ষ্য নির্ধারণপূর্বক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে অধিকতর দক্ষতা অর্জন এবং জনসাধারণের মাঝে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
পরবর্তীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।