শিরোনাম

South east bank ad

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম-এর সভাপত্বিতে অত্র ইউনিটের মাসিক আইন-শৃঙ্খলা সভা আইপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে ও শিল্প সংক্রান্ত মামলার তদন্ত কার্যক্রম সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা প্রদান করেন এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য জোনসমূহের পুলিশ সুপারবৃন্দকে নির্দেশ প্রদান করেন।

তিনি ফোর্সের কল্যাণকে গুরুত্ব প্রদানের পাশাপাশি ডিসিপ্লিন সংক্রান্ত বিষয়ে কঠোর হওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি শিল্প-কারখানায় বেতন-বোনাস নিয়ে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য এবং জোন অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।

পরবর্তীতে, শিল্প সংক্রান্ত মামলার তদন্ত কার্যক্রমে আসামী সনাক্তকরণ ও গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার করায় ০২ (দুই) জন উপ-পুলিশ পরিদর্শকে মাসিক আইন-শৃঙ্খলা সভায় পুরস্কৃত করা হয়।

উক্ত সভায় আইপি হেডকোয়ার্টার্সের অতিঃ ডিআইজি, পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন জোনের পুলিশ সুপারবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: