ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ);
ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও গনহত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার দুপুরে নিপীড়ণ বিরোধী জনতা'র নগরীর আবুল মুনসুর সড়কের ব্যাট-বল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে ময়মনসিংহের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করে।
বক্তারা ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানান। হামলা বন্ধে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের উদ্যোগ নেয়ার আহবান জানান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর চুপ থাকারও প্রতিবাদ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, ইব্রাহিম খলিল, আবুল কালাম আজাদ, কবি নাহিন শিল্পী, কবি নিবেদিতা শেলী, আবুল মুনসুর প্রমুখ।