শিরোনাম

South east bank ad

বাসচাপায় প্রাণ গেল দুইজনের

 প্রকাশ: ১৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল দুইজনের

রাসেল আহমেদ (ময়মনসিংহ):

ময়মনসিংহের ফুলপুরে ঈদের দিন মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক কিশোর।

নিহতরা হলেন, সবুজ মিয়া (১৫) ও সৌরভ মিয়া (১৪)। তারা দুজনেই জেলার তারাকান্দা উপজেলার ধলিয়াকান্দা এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইমাদপুরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, সন্ধ্যার দিকে তারাকান্দা থেকে তিন কিশোর মটরসাইকেল যোগে ফুলপুর বাসষ্ট্যান্ড পার হয়ে ইমাদপুর এলাকায় যেতেই বিপরিত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাস মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়া ও সৌরভ মিয়া মারা যায়। আহত অপর কিশোরকে আহত অবস্থায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনা ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। লাশ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের বিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: