ময়মনসিংহ মেডিকেলে ৬ করোনা রোগীর মৃত্যু

এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ৬ জন রোগী মারা গেছেন। এদের মধ্যে ৩ জন কোভিড পজিটিভ ও বাকী ৩ জন সন্দেহভাজন রোগী।
আইসিইউতে ৬ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ভর্তিকৃত ১২ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় ৬ জন মারা গেছেন।
এরমধ্যে ৩ জন কোভিড পজিটিভ ও বাকী ৩ জন সন্দেহভাজন রোগী। তিনি আরও জানান, মারা যাওয়া সবাই ক্রিটিক্যাল রোগী হিসেবে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে হাসপাতালে কোভিড ওয়ার্ডে ৬৫ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় ১৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।