শিরোনাম

South east bank ad

ভোলার ইলিশা থেকে ১৫০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ১২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ভোলার ইলিশা থেকে ১৫০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিমা বেগম (ভোলা):

ভোলার ইলিশা থেকে ১৫০ পিস ইয়াবাসহ শেখ ফরিদ ও মিলন নামে দুই মাদক কারবারিকে আটক করেছে ইলিশা ফাঁড়ি পুলিশ।

বুধবার (১২ মে) সন্ধ্যায় সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের হাসু হাওলাদার বাড়ির সামনে থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ইলিশা ২নং ওয়ার্ডের বাঘার হাওলা এলাকায় এসআই মোঃ ফরিদ, এসআই ইশতিয়াক আল মামুন, এএসআই গুলজার হোসেন সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করি।

এসময় শেখ ফরিদ (৩০) ও মিলন (৪৫) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে, মাদক ব্যবসায়ী শেখ ফরিদ বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুন্দরখালী এলাকার মোকাম্মেল এর ছেলে এবং মিলন ২নং ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর ইলিশা গ্রামের মোঃ হাসনাঈনের ছেলে। তাদেরকে ভোলা সদর মডেল থানায় প্রেরন করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: