ভোলার মেঘনা থেকে কারেন্ট জাল জব্দ

সিমা বেগম (ভোলা):
ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট ও বাগদা রেনু ধরার মশারি জাল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৫ মে) বিকালে কোস্টগার্ডের একটি টিম মেঘনার মহেশখালি, চৌমুহনী ও শশীগঞ্জ ঘাট এলাকায় এসব জাল জব্দ করে।
জব্দকৃত জালের মধ্যে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০০ মিটার মশারি জাল রয়েছে।
কোস্টগার্ড তজুমদ্দিন কন্টিনজেন্ট কমান্ডার সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কোস্টগার্ডের একটি টিম অভিযান চালায়। এ সময় মেঘনায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় কোস্টগার্ড ওই সব জাল আটক করে। তবে এ সময় কেউ আটক হয়নি।
পরে আটককৃত জাল মেঘনার স্লুইজঘাট এলাকায় এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। কোস্টগার্ডের এ অভিযান চলছে।