শিরোনাম

South east bank ad

ভোলার রাজাপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

 প্রকাশ: ০৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ভোলার রাজাপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

সিমা বেগম (ভোলা):

"কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সোনার ফসল ফলানো কৃষকের ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়াতে। তারই ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মিঠু চৌধুরীর নেতৃত্বে এবং ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল এর নির্দেশে ১নং রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ অসহায় হতদরিদ্র কৃষকদের ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

সোমবার (৩ মে) সকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের হতদরিদ্র কৃষক শাজাহান মাঝির জমির ধান কেটে বাসায় পৌঁছে দেন রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে কৃষক শাজাহান মাঝি খুশি হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মিঠু চৌধুরী ও ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধান কাটায় উপস্থিত ছিলেন, ১নং রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরনবী চৌধুরী শুভ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালমান জমাদার, সদস্য আজাদ আহম্মেদ, রাসেল হোসেন, মনোয়ার পালোয়ান, ফাহিম পালোয়ান, নাহিদুল ইসলাম, রিয়াদ হোসেন, রনি প্রমূখ।

রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঠু চৌধুরী ছাত্রলীগকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। যেকোনও প্রয়োজনে তাদেরকে আমরা সহযোগিতা করবো।

ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, আমরা জানতে পারি অর্থ সংকটের কারণে হতদরিদ্র কৃষক শাজাহান মাঝি জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন। খবর পেয়ে এই অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: