শিরোনাম

South east bank ad

বিদ্যুতের তারে জড়িয়ে ইন্টারনেট ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

বিদ্যুতের তারে জড়িয়ে ইন্টারনেট ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু

রাসেল আহমেদ (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দ্বিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জমিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইন্টারনেট ব্যবসায়ী আলফাজ (২২), সে জামিরদিয়া এলাকার আলী হোসেনের ছেলে। অপরজন অমিত (২০) সে বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় নিহত আলফাজের বাবা আলী হোসেন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম। তিনি বলেন, উপজেলার জমিরদিয়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করেন। আহত অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জমিরদিয়া এলাকার তানভীরের বাড়িতে ইন্টারনেট সংযোগ দিতে আসে ইন্টারনেট ব্যবসায়ী আলফাজ ও তার কর্মচারী অমিত। ইন্টারনেট সংযোগ দিতে তানভীদের ঘরের টিনের চালে উঠে অমিত ও আলফাজ।

এ সময় টিনের চালের ওপর দিয়ে যাওয়া ছিড়া বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয় অমিত। অমিত বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার সাথে সাথে টিনের চাল বিদ্যুতায়িত হয়ে আলফাজও বিদ্যুৎপৃষ্ঠ হয়। নিচে দাড়িয়ে থাকা আলফাজের বাবা আলী হোসেন তাদের বিদ্যুৎপৃষ্ঠ হতে দেখে তিনি নিজেও মই বেয়ে চালে উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়।

পরে স্থানীয় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলফাজ ও অমিতকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি ওসি মাহমুদুল ইসলাম।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: