ময়মনসিংহে কেজি দরে তরমুজ বিক্রি ১৪ ব্যবসায়ীকে জরিমানা

রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহে ১৪ তরমুজ ব্যবসায়ীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৭ এপ্রিল) ও জেলা শহরের নতুন বাজার, স্টেশন রোড, চরপাড়া মোড়ে ও জেলার নান্দাইল অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তরমুজ বিক্রি, রশিদ সংরক্ষণ না করা ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ময়মনসিংহে ১৪ ব্যবসায়ীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সম্প্রতি তরমুজ পিস দরে ক্রয় করে অতিরিক্ত লাভের আশায় কেজিতে বিক্রয় করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যে কারণে বিষয়টি সারাদেশ ব্যাপী প্রশাসনের দৃষ্টিগোচর হয়। একই সাথে ময়মনসিংহ প্রশাসনের দৃষ্টিগোচর হলে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি স্থানে তরমুজের বাজার মনিটরিং করা হয়।
এ সময় দেখা যায়, তরমুজ ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রি করছে।যে কারণে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে তরমুজ ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।