শিরোনাম

South east bank ad

টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি হলেন সালাউদ্দিন

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হয়েছেন কাজী সালাউদ্দিন। গতকাল ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র ১ ভোট। ৯১ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আবদুস সালাম মুর্শেদী। তার প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট। সহসভাপতি পদে সর্বোচ্চ ৮৯ ভোট পেয়ে জিতেছেন ইমরুল হাসান। দ্বিতীয় ও তৃতীয় সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে কাজি নাবিল আহমেদ (৮১) ও আতাউর রহমান ভুইয়া (মানিক) (৭৫)। চতুর্থ সহসভাপতি পদে টাই হয়েছে তাবিথ আওয়াল ও মাহউদ্দিন আহমেদের। দুজনে ৬৫ ভোট করে পেয়েছেন। ৩১ অক্টোবর দুজনের মধ্যে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। এ ছাড়া সহসভাপতি পদে বাকি প্রার্থীদের মধ্যে শেখ মুহম্মদ মারুফ হাসান ৬১. আমিরুল ইসলাম বাবু ৫৬ ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ৪৮ ভোট পেয়েছেন।

BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: