সাকিবের বার্তা ক্যারিয়ারের ১৪ বছর পূর্তিতে
‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।’
এই দীর্ঘ ক্যারিয়ারে প্রায় চার মিনিটের একটি ভিডিওচিত্র পোস্ট করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা লিখেছেন বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান, বামহাতি অর্থোডক্স স্পিনার, অলরাউন্ডার সাকিব আল হাসান।