রিয়াল মাদ্রিদে ফিরছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস
২০১৫ সালে অনেকটা নীরবেই সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছিলেন ইকার ক্যাসিয়াস। যে ক্লাবের হয়ে আজকের ক্যাসিয়াস হয়ে উঠা, সেই ক্লাবটি একরকম জোর করেই পর্তুগিজ ক্লাব পোর্তোতে খেলতে পাঠিয়েছিল। পোর্তোর হয়ে পাঁচটি মৌসুম কাটিয়ে অবশেষে প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে নতুন পরিচয়ে।
রিয়ালের এ কিংবদন্তি গোলরক্ষকের এখন পরিচয় ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের বিশেষ উপদেষ্টা। রিয়ালের কোচ হওয়ার আগে জিনেদিন জিদানও কিছুদিন এই দায়িত্ব পালন করেছেন।
তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আরও দুই সপ্তাহ পরে। বর্তমান ক্লাব পোর্তোর হয়ে টারকা ডে পর্তুগাল কাপ ফাইনালে বেনফিকার বিপক্ষে শেষবার মাঠে দেখা যেতে পারে ক্যাসিয়াসকে।
তবে ক্যাসিয়াস অবশ্য একপ্রকার মাঠের খেলা থেকে নিজেকে দূরেই রেখেছেন। ২০১৯ সালের ১ মার্চ অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর খুব একটা মাঠে দেখা যায়নি ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে। পোর্তো অবশ্য এরপরও মাথায় করেই রেখেছে তাকে, ক্লাবটির হয়ে তিনটি শিরোপাও জিতেছেন তিনি। গত বুধবার লিগ শিরোপাও জিতেছে পোর্তো।
তারপরও প্রিয় ক্লাব রিয়ালের ডাক এড়াতে পারেননি ক্যাসিয়াস। ক্লাবের ভবিষ্যৎ প্রিয় খেলোয়াড়দের হাতে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার পরিকল্পনাও আছে বর্তমান সভাপতি পেরেজের। ক্যাসিয়াসকে তাই নিজের খুব কাছেই রাখতে চাইছেন তিনি।
পাঁচ বছর আগে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষককে যেভাবে বের করে দেয়া হয়েছিল তার প্রায়শ্চিত্ত হিসেবে অনেকটা সম্মানের সঙ্গেই ক্যাসিয়াসকে ফেরত আনার পরিকল্পনার বাস্তরে রূপ দিয়েছেন পেরেজ।