শিরোনাম

South east bank ad

একুশ শতকে ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব

 প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

প্রত্যাশা একবছরের স্থগিত নিষেধাজ্ঞা কাটাতে হবে না। তাতে ক্রিকেট থেকে বাকি একবছরের নিষেধাজ্ঞার মেয়াদ পূর্ণ হতে বেশি দিন বাকি নেই। নতুন করে মাঠে নামার আগে সাকিব আল হাসান পেলেন দারুণ এক সুখবর। একুশ শতকে ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ মূল্যবান বা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টাইগার অলরাউন্ডার। ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেন যে মর্যাদা দিয়েছে, তাতে সম্মানিত বোধ করছেন সাকিব। ফেসবুকে প্রকাশ করেছেন অনুভূতি। ‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ২য় এবং টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ সাকিবের অর্জনকে বড় করে দেখছেন সতীর্থরাও। ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম, রুবেল হোসেনসহ অনেকেই। অভিনন্দন বার্তার শেষে মুশফিক লিখেছেন, সাকিব তোমার সঙ্গে আবার ক্রিকেট খেলতে খুব বেশি অপেক্ষা করতে হবে না, ইনশাআল্লাহ। জুয়াড়ির থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় সাকিবকে ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। যার মধ্যে একবছর স্থগিত নিষেধাজ্ঞা। সব ঠিক থাকলে এ বছরের ২৯ অক্টোবর সবধরনের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: