শিরোনাম

South east bank ad

মিঠামইন উপজেলায় শুরু হলো আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতা

 প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

মিঠামইন উপজেলায় শুরু হলো আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতা

বিডিএফএন টোয়েন্টিফোর.কেম

তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উপলক্ষে মিঠামইন উপজেলার হাজী তায়েব উদ্দিন খেলার মাঠে শুরু হলো আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতা। বিকেলে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব নাহীদ পারভীন।

ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় হাওর অ লের তিনটি উপজেলার ৮টি স্কুল নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। উদ্বোধনী দিনে মিঠামইন উপজেলার ঢাকী ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়।

আরেক ম্যাচে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময় ১-১ গোলে সমতা ছিলো। দিনের শেষ ম্যাচে জয় পেয়েছে ঘাগড়া আ: গনি উচ্চ বিদ্যালয়। গোপদিঘি উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়েছে তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন বাংলাদেশ স্কাউট এর জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, মিঠামইন ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট মোঃ শরীফ কামাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম। আগামীকাল ২৯ মার্চ বিকেলে দুটি সেমিফাইনাল এবং ৩০ মার্চ বেলা ৪ টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: