ভোলা দক্ষিণ দিঘলদীতে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাতাব্বর একাদশ

সিমা বেগম (ভোলা) :
ক্রীড়া শক্তি ক্রীড়া বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানে ভোলা সদরে দক্ষিণ দিঘলদী নতুনহাটের নাইট শট প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯ঃ০০ টার সময় জাঁকজমক ভাবে উৎসবমুখর পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়।মিজান ও রিয়াজ এর পরিচালনায় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়ে বিজয়ী পুরুস্কার নিয়েছেন মাতাব্বর একাদশ।
ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দুইবার এর সফল চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভোলা জেলা যুবলীগের নির্বাহী সদস্য নাজমুল হাসান বাচ্চু
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৯৪ নং পশ্চিম বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিজামুদ্দিন মাতাব্বর, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হোসেন, পাথর মেলা কোম্পানির পরিচালক আতাউর রহমান আজম, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি এমদাদ মাতাব্বর , বসার মাঝি, মোঃ কবির হোসেন, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ জুয়েল মাতাব্বর, মোহাম্মদ শিপন, রিপা বেগম, মোহাম্মদ হাসান মল্লিক, আমির হোসেন মাতাব্বরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নাজমুল হাসান বাচ্চু বলেন, তরুণরা খেলাধুলায় থাকলে মাদক থেকে ফিরে আসবে, মাদকের সাথে জড়িত হবে না।
বাচ্চু মিয়া বলেন, আজকের তরুণদের খেলাধুলা দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে যায়, ছোটকাল থেকেই খেলাধুলার সাথে জড়িত ছিলাম আমি।