শিরোনাম

South east bank ad

কুঁচকির ইনজুরির কারণে মাঠে নামতে পারলেন না সাকিব

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

কুঁচকির ইনজুরির কারণে মাঠে নামতে পারলেন না সাকিব

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে নামতে পারেননি সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের শেষ সেশনে কুঁচকির চোট মাথাচাড়া দিয়ে উঠলে তাকে মাঠে থেকে ‍উঠিয়ে নেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

টেস্ট শুরুর আগেই সাকিবের কুঁচকির চোট নিয়ে শঙ্কা ছিল খানিকটা। দ্বিতীয় দিন বিকেলে নিজের বলে ফিল্ডিংয়ের সময় সেখানে টান লাগে আবার। পরে বোলিং চালিয়ে গেলেও অস্বস্তি অনুভব করছিলেন। দিনের খেলা শেষ হওয়ার আগেই তিনি মাঠ ছাড়েন।

শুক্রবার খেলা শুরুর পরপর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘সাকিবের চোট কতটা গুরুতর, এটা বোঝার জন্য স্ক্যান করানো নিয়ে আলোচনা করছি আমরা। আজকে শুক্রবার বলে লজিস্টিকাল একটু সমস্যা আছে। আমরা কথা বলে দেখছি কী করা যায়।’

টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘কুঁচকির ইনজুরির কারণে সাকিব আজ বোলিং করবে না।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে কুঁচকির ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যার কারণে সেদিন নিজের বোলিং কোটা শেষ না করেই মাঠ ছাড়েন ওয়ানডের সেরা অলরাউন্ডার। কয়েক দিন বিশ্রামের পর প্রথম টেস্টের আগে অনুশীলনের ফেরেন সাকিব।

BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: