South east bank ad

আপাতত চাল আমদানি নয়, বাজার তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাজারে স্থিতিশীলতা ফেরাতে আপাতত বেসরকারিভাবে চাল আমদানি না করে বাজার তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এ নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

ঊর্ধ্বমুখী চালের বাজারের লাগাম টানতে শুল্ক কমিয়ে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি চেয়ে গত (১৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে এক চিঠির মাধ্যমে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল।

ওই চিঠির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণসহ চালের বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে চাল আমদানি প্রসঙ্গে’ দেওয়া নির্দেশনার চিঠিতে বলা হয়, সূত্রোস্থ সারসংক্ষেপ উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী নিম্ন বর্ণিত সদয় অনুশাসন প্রদান করেন- ‘বাজার মনিটর করা হোক।’

এ অবস্থায় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য সচিবকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনা খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বর্তমানে ভরা আমন মৌসুম চললেও চালের দাম কমছে না। কেজিপ্রতি মোটা চালের দাম ৫০ টাকায় এসে ঠেকেছে। চালের এ ঊর্ধ্বমুখী দামে অস্বস্তিতে সাধারণ মানুষ।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগ) খাজা আব্দুল হান্নান জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী চালের বাজার মনিটরিংয়ের ওপর জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সেটি করবো। এরই মধ্যে খাদ্য অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।’

খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, প্রধানমন্ত্রী আপাতত বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেননি। তিনি বলেছেন, ‘এখন আমন মৌসুম। চাল কেবল বাজারে এলো, বাজার মনিটরিংয়ের মাধ্যমেই চালের বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব।’

BBS cable ad